জীবন বৃত্তান্ত
ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, বিএন
অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম
ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, বিএন ১৯৯৭ সালের ০১ জানুয়ারি এক্সিকিউটিভ শাখায় বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি নৌ সমরাস্ত্রের উপর একজন বিশেষজ্ঞ কর্মকর্তা এবং তিনি এতদ্বিষয়ে গণচীন হতে প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া, কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র হতে “Comprehensive Security Cooperation Course” সম্পন্ন করেছেন। তিনি Defense Services Command and Staff College, Mirpur হতে Defense Studies এর উপর মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কর্মকর্তা ১০ বছরেরও অধিক সময় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজসমূহে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।তাঁর নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ অধিনায়কত্বেরও অভিজ্ঞতা রয়েছে।
দীর্ঘ সময় সমুদ্রে চাকরির অভিজ্ঞতার পাশাপাশি ক্যাপ্টেন হাসান বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসমূহে পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কুয়েত সশস্ত্র বাহিনীতে ৩ বছর প্রেষণে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।