Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৪

অফিস প্রধান

জীবন বৃত্তান্ত

ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, বিএন

অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম

 

ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, বিএন ০১ সেপ্টেম্বর ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ০১ জুলাই ১৯৯৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি ০১ জানুয়ারি ১৯৯৭ সালে বাংলাদেশ নেভাল একাডেমি থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি গনচীন হতে নৌ সমরাস্ত্রের উপর প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস, কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর হতে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।

 

ক্যাপ্টেন মোহাম্মদ হাসানের সমুদ্রে নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন ধরনের জাহাজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ক্যাপ্টেন হাসান বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরসমূহে স্টাফ অফিসার এবং পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ২০০৩ হতে ২০০৬ সাল পর্যন্ত কুয়েত শসন্ত্র বাহিনীতে ডেপুটেশনে কর্মরত ছিলেন।