Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪

উর্ধ্বতন ইন্সট্রাক্টর (নেভিগেশন)

জীবন বৃত্তান্ত

লেঃ কমান্ডার নূর উদ্দিন মুহাম্মদ খালিদ, (এনডি), পিসিজিএম, বিএন, পি নং-২১৯৯

 

লেফটেন্যান্ট কমান্ডার খালিদ বাংলাদেশ নৌবাহিনীতে ০১ ডিসেম্বর ২০১০ তারিখে কমিশন লাভ করেন। তিনি ২০১৭ সালে বানৌজা ঈসা খান থেকে ৯ম নেভিগেশন এবং ডিরেকশন স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন। সামরিক চাকুরি জীবনে তিনি বিভিন্ন সক্ষমতায় (নেভিগেটিং অফিসার, এক্সিকিউটিভ অফিসার এবং কমান্ডিং অফিসার) নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং স্থাপনায় দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীতে কর্মরত ছিলেন এবং রাষ্ট্রপতি কোস্ট গার্ড পদক (পিসিজিএম) প্রাপ্ত হন। তিনি চট্টগ্রাম বোট ক্লাবের অফিসার ইনচার্জ/সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফোর্স কমান্ডারের প্রশংসা পত্র পান। তিনি ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড ট্রেনিং সেন্টার, ভার্জিনিয়া, ইউএসএ থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অফিসার্স কোর্স সম্পন্ন করেন। তিনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ সুদান এবং উগান্ডা সফর করেন।